Summer Special

রুদ্ধশ্বাস গরমে হাড়কাঁপানো থ্রিলার 

ইতি লাবণ্য

যার জীবনের অসম্ভব বলে কিছু নেই। তীব্র প্রতিকূলতাকেও সহজেই হারাতে পারে লাবণ্য।
অপরিসীম সৌন্দর্য্য আর ক্ষুরধার বুদ্ধির সাথে বদলের মশাল জ্বালায় লাবণ্য।
মগজাস্ত্রের লড়াইয়ে হেলায় সকলকে মাত দিতে পারে লাবণ্য।
হেরে গিয়েও শেষ অবধি জিতে যায় লাবণ্য। লাবণ্য আসলে কে? আমার আপনারই প্রতিরূপ কি? লাবণ্যকে চিনতে হলে পড়তে হবে, ” ইতি লাবণ্য”…

অসমাপ্ত

চারিদিকে আগুন, চিৎকার, আর্তনাদ – স্বপ্নটা দেখে ধড়মড়িয়ে উঠে বসল অর্জুন। দিনের পর দিন ওর মধ্যে সূর্যের অস্তিত্ব যে বেড়েই চলেছে! ও আসলে কে? ছত্তিশগড়ের রানিশালের কেসটায় কি এমন আছে যা অর্জুনকে সমস্ত কিছুর উত্তর দিতে পারে? কেসটা কি ওর জীবনের দোলাচলকে পারবে মেটাতে? কি হলো শেষ পর্যন্ত?
জন্মান্তরবাদ, জাতিস্মর, প্রেম, থ্রিল, টানটান উত্তেজনা সবটুকু মিলেমিশে তৈরী ‘অসমাপ্ত…’

-তুলিকা রায়

থ্রিলার উপন্যাস 'পরিপূরক' সম্পূর্ণ বিনামূল্যে-

'ইতি লাবণ্য' ও 'অসমাপ্ত' উপন্যাস দুটির সাথে থ্রিলার উপন্যাস 'পরিপূরক' পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।

যেকোন ডিভাইসে পড়ুন

যেখানে ইচ্ছে পড়ুন

‘ইতি লাবণ্য’, ‘অসমাপ্ত’ ও ‘পরিপূরক’ ই-বুক তিনটি এমনভাবেই তৈরী করা হয়েছে যাতে আপনি যেকোন ডিভাইসে স্বচ্ছন্দে বইগুলি পড়তে পারেন। বইগুলি আপনি মোবাইল, ট্যাব, ল্যাপটপ, বা কিন্ডেল, যেকোনো জায়গায় পড়তে পারবেন। ঘরে বাইরে বইগুলি থাকবে আপনার সাথেই।

* স্মার্ট-ফোনে বই পড়ার অভিজ্ঞতাকে আরো সুন্দর করতে সাথে থাকছে বই দুটির মোবাইল সংস্করণও। ব্লগে পূর্বপ্রকাশিত উপন্যাস ‘পরিপূরক’ এখন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।

পাঠক/পাঠিকাদের চোখে
'ইতি লাবণ্য' ও 'অসমাপ্ত'
সৌমিলি দে
এই শেষ হল পড়া ইতি লাবণ্য। এই প্রথম মুক্তধারার ই-বুক পড়লাম। অসাধারণ লাগল। শেষ মুহূর্ত অবধি কিছুই ধরতে পারিনি। লাস্টে এরকম হবে জাস্ট ভাবা যায় না।
সুদীপ গোস্বামী
দারুণ উপন্যাস। এতদিন অপেক্ষা করে সত্যি কোনো আক্ষেপ নেই। এরকম লিখতে সত্যি সময় লাগে। দুবছর পর এরকম একটা থ্রিলার পেয়ে মন ভরে গেছে। এরকম আরো লেখার অপেক্ষায় রইলাম।
সোমা দাস
এর আগেও আপনার লেখা পড়েছি। আত্মজা খুবই ভাল লেগেছিল। কিন্তু 'ইতি লাবণ্য' - উফ!!! অসাধারণ! হোয়াট আ টুইস্ট! আমি এখনও একটা ঘোরের মধ্যে। দারুণ বললেও কম বলা হবে।
দীপান্বিতা ভট্টাচার্য
আপনার লেখা অসমাপ্ত আমি আগেও পড়েছি যখন ব্লগে বেরিয়েছিল, তখনও খুব ভাল লেগেছিল। তবে শেষটুকু পড়ে আরো ভাল লাগল। প্রতিটা পর্বে টান টান উত্তেজনা.... হ্যাটস অফ.... দারুন লাগলো অসমাপ্ত।
মাধুরী শীল
আজ "অসমাপ্ত" পড়ে শেষ করলাম। অপূর্ব ও অনবদ্য সৃষ্টি আপনার। উপন্যাসটি শেষ করেও ঐ চরিত্র গুলোর মধ্যে আবর্ত হয়ে আছি আমি। ভীষণ ভীষণ ভালো লাগলো । আপনার "আত্মজা" আর "অসমাপ্ত" দুটি উপন্যাস ই অসাধারণ অসাধারণ অসাধারণ।
সৌমিত্র কুন্ডু
আমার থ্রিলার পড়তে বরাবরই খুব ভাল লাগে। তবে অসমাপ্ত এক অন্য মাত্রার থ্রিলার। অভিজ্ঞ, পত্রলেখা, অর্জুন প্রত্যেকটা চরিত্রই প্রাণবন্ত। সত্যি বলছি মনে হচ্ছিল আমিও আছি ওদের সাথেই। আপনার লেখনীর দারুণ মায়া। এরকমও হয়? অসাধারণ।।।

“আমি আমার সবটুকু যত্ন আর ভালবাসা দিয়ে সাজিয় দিয়েছি ‘ইতি লাবণ্য’ ও ‘অসমাপ্ত’কে, এবার ভালোবেসে আপন করার পালা আপনাদের। দুটি ভিন্ন স্বাদের উপন্যাস রইল একসাথে…❤

Thriller Trio -

Read More Pay Less...

‘ইতি লাবণ্য’, ‘অসমাপ্ত’ ও ‘পরিপূরক’ ই-বই তিনটি পৃথকভাবে কিনলে মূল্য 297/- টাকা, কিন্তু শুধুমাত্র এখন অফারে পাচ্ছেন মাত্র 149/- টাকায়।

9007120121 – এই নম্বরে বা 9007120121@paytm – এই UPI ID তে Phone Pe, GPay বা Paytm করে বইগুলি সংগ্রহ করতে পারেন।

অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য, তাই বইগুলি এক্ষুণি সংগ্রহ করতে ক্লিক করুন –

Offer ends in

Days
Hours
Minutes
Seconds