Celebrating 6th Anniversary: Muktodhara

Offer Ending Soon…

Muktodhara Trio

GET IT NOW

ইতি লাবণ্য

একটা মিসিং ডায়রি ! একটা কেস ! না চাইতেও বেরিয়ে পড়া একটা অপ্রিয় সত্য! মনুষ্যজীবন বড়ই বিচিত্র, এই জীবনে শাশ্বত বলে কিছুই নেই। আজ যে পরম আপন, কাল সেই-ই শত আলোকবর্ষ দূরের বাসিন্দা। সাথে থেকেও একে অপরের থেকে দূরে থাকা কিংবা দূরে থেকেও সাথে থাকতে চাওয়া, এর নামই কি সমঝোতা? এই সমঝোতা করতে না চাইলেই কি তকমা জোটে ‘কলংকিত’ ! বাঁচতে চাওয়ার অধিকার তো সবার আছে ! কিন্তু বেঁচে থাকার সম্বল যে মানুষগুলো, নিজের আপনজন, নিজের পরিবারই যখন অপরিচিতি হয়ে যায় তখন বেঁচে থাকার আর কি কোনো কারণ বেঁচে থাকে? কোনো মানুষকে সম্পূর্ণ চেনা কি সম্ভব? নাকি চেনা অচেনার মাঝে আসলে অনেক অংশই ধূসর? কোনটা আসল রূপ কোনটাই বা নকল? এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী আসলে কে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে ‘ইতি লাবণ্য’।

সৌমিলি দে
এই শেষ হল পড়া ইতি লাবণ্য। এই প্রথম মুক্তধারার ই-বুক পড়লাম। অসাধারণ লাগল। শেষ মুহূর্ত অবধি কিছুই ধরতে পারিনি। লাস্টে এরকম হবে জাস্ট ভাবা যায় না।
সুদীপ গোস্বামী
দারুণ উপন্যাস। এতদিন অপেক্ষা করে সত্যি কোনো আক্ষেপ নেই। এরকম লিখতে সত্যি সময় লাগে। দুবছর পর এরকম একটা থ্রিলার পেয়ে মন ভরে গেছে। এরকম আরো লেখার অপেক্ষায় রইলাম।
সোমা দাস
এর আগেও আপনার লেখা পড়েছি। আত্মজা খুবই ভাল লেগেছিল। কিন্তু 'ইতি লাবণ্য' - উফ!!! অসাধারণ! হোয়াট আ টুইস্ট! আমি এখনও একটা ঘোরের মধ্যে। দারুণ বললেও কম বলা হবে।

অকাল বসন্ত

শ্রীনন্দিতা, উপমন্যু, অনিন্দিতা, অভিমন্যু এই ৪ টি নাম একসময় একসাথে উচ্চারিত হতো, কিন্তু আজ আর তা হয় না। উপমন্যু নিজের ঘর ছেড়েছে বহুবছর। আজ ও কোথায়? উত্তর জানে না কেউ।  শ্রীনন্দিতার সাথে কি আর কোনোদিনও দেখা হবে উপমন্যুর? নিজের একমাত্র আদরের বোনের সাথে কিসের এত দূরত্ব? কিসের এত অভিমান নিজের বাড়ির প্রতি? আজ দশ বছর পর নিজের বাড়িতে অবশেষে পা রেখেছে শ্রী, বোনের নতুন জীবন শুরুর মুহূর্তে শ্রীনন্দিতা আজ সব ভুলে ওর পাশে, অথচ ওর জীবন যখন তছনছ হয়ে গেল তখন নিজের মানুষগুলো কোথায় ছিল? দশ বছর আগের ঘটনার জন্য কাকে দায়ী করে শ্রীনন্দিতা? আসলে দায়ীই বা কে? কি রহস্য ধামাচাপা পড়ে আছে দেবনাথ ভিলায়?

অনামিকা দাস
খুব খুব ভাল হয়েছে। আমি এর আগে আপনার লেখা আত্মজা ও অসমাপ্ত পড়েছি। কিন্তু এই বইটি যেন সব কিছুকে ছাপিয়ে গেল। চরিত্রগুলো ভীষণ জীবন্ত, পড়ার সময় যেন তাদের দেখতে পাচ্ছিলাম চোখের সামনে। এরকম আরো অনেক সুন্দর সুন্দর লেখার অপেক্ষায় রইলাম।
সুকুমার মন্ডল
দুর্দান্ত উপন্যাস। এই প্রথম আপনার কোন লেখা পড়লাম আর এই প্রথম ইবুক পড়লাম। বেশ ভাল লেগেছে। ভাষা ও লিখন শৈলী ভীষণ সাবলীল। Thank you Muktodhara।
সিমি চক্রবর্তী
হাই দিদি। খুব ভাল লেগেছে বইটা। তোমার লেখা আমার খুব পছন্দের। আর এই লেখাটা মারাত্মক হয়েছে। শেষ না করে উঠতেই পারিনি। এরকম আরো গল্প, উপন্যাস চাই চাই। লাভ ইউ দিদিভাই...

আত্মজা

মা আর মেয়ের সম্পর্কের কথা বললেই ঠিক কোন মুহুর্তগুলো ভেসে ওঠে আমাদের চোখে? ভালবাসা, মান, অভিমান, ঝগড়া, মন খারাপ, আর কিছু? ‘আত্মজা’ উপন্যাসে এই সম্পর্কের সমীকরণটা কিন্তু এই সমস্ত মাত্রার থেকে অনেকাংশেই আলাদা, বরং বলা ভালো আরও বেশি কিছু। জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রতিটা মানুষের স্বাধীনভাবে সুস্থভাবে বাঁচার অধিকার আছে। কিন্তু জীবনের কিছু অনভিপ্রেত ঘটনার পর এই মৌলিক অধিকারটার উপরেই একটা বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দেয় আমাদের এই সমাজ। লড়াই শুরু হয় এই সমাজের বিরুদ্ধে। কিন্তু সমাজের এই নিষ্ঠুর কর্মকান্ডে যখন সামিল নিজের রক্তের সম্পর্কগুলোই, তখন? হাতটা টেনে ধরার বদলে একটু একটু করে তলিয়ে যেতে দেয় যখন নিজেরই কাছের মানুষগুলো, মা, বাবা, এমনকি নিজের সন্তান ও, তখন কেমন হয় লড়াইটা? কতটা জটিল এই যুদ্ধ? উত্তর দেবে ‘আত্মজা’।

রুপালি দাস
"আত্মজা" পড়ে ফেললাম পুরোটা... শেষ হয়ে গেল উপন্যাসটা কিন্তু রেশটা যেন রয়েই গেল। পড়তে পড়তে চোখের কোণটা ভিজে যাচ্ছিল মাঝে মাঝেই... কিছু বলতে ইচ্ছে করছে না, জাস্ট চোখ বুজে উপলব্ধি করতে চাইছি "আত্মজা"কে... ভাল লাগায় ভোরে গেল মনটা।
ঐন্দ্রিলা ভৌমিক
আপনার অনেকগুলো গল্প পড়েছি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে সবগুলোর থেকে আত্মজা সত্যিই ডিফারেন্ট। অসাধারণ এন্ডিং, পুরো আনএক্সপেক্টেড ছিল এন্ডিংটা। সত্যিই টু গুড, আরো এরকম গল্প নভেল চাই কিন্তু অপেক্ষায় থাকলাম।
রুবি ব্যানার্জী
'আত্মজা' পড়লাম। একটাই কথা বলবো এই গল্পটা একবার পড়ে মন ভরলো না, জানি না কতবার পড়লে হবে। ধন্যবাদ দিলাম না... অনেকটা ভালবাসা রইলো।

‘আত্মজা’ দেখায় মা মেয়ের সম্পর্কের টানাপোড়েন। ‘অকাল বসন্ত ‘ দেখায় রক্তাক্ত প্রেম! সন্তানসম প্রতিটি সৃষ্টির পিছনে থাকে অনেকখানি পরিশ্রম। এবারের পরিশ্রমের ফসল ‘ইতি লাবণ্য’। মার্ডার মিস্ট্রি নাকি সাইকোলজিকাল থ্রিলার! ধাঁধার প্যাচ নাকি ঘূর্ণির তেজ! কি নাম দেওয়া যায় একে? আদ্যপান্ত থ্রিলার এই উপন্যাসটির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে রোমাঞ্চ যা আপনাদের মন জয় করে নেবে এব্যাপারে আমি ১০০% নিশ্চিত। আশা করি এই সৃষ্টি একইভাবে ভালোবাসা পাবে আমার পাঠকদের কাছেও। ধন্যবাদ… ❤

Muktodhara Trio

Read More Pay Less...

ইতি লাবণ্য, অকাল বসন্ত, ও আত্মজা তিনটি ভিন্ন ভিন্ন স্বাদের বই। ই-বই তিনটির মূল্য 297/- টাকা। কিন্তু এখন কিনলে পাচ্ছেন মাত্র 179/- টাকায়।

9007120121 – এই নম্বরে বা 9007120121@paytm – এই UPI ID তে Phone Pe, GPay বা Paytm করে বইটি সংগ্রহ করতে পারেন।

অফারটি সীমিত বইয়ের জন্য প্রযোজ্য, তাই বইগুলি এক্ষুণি সংগ্রহ করতে ক্লিক করুন –

Offer ends in

Days
Hours
Minutes
Seconds

বই বা মুক্তধারা সংক্রান্ত যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন:

 

Whatsapp: 9007120121

Facebook: Muktodhara-Tulika Roy

Email: muktodharaa.com@gmail.com