Hi!

I’m  Tulika Roy

Author - Muktodhara

About

পুরোদস্তুর পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড,কেমিস্ট্রি অনার্স,কেমিকাল ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে লিটারেরি আর্টস, ফেসবুকে লেখালেখি! মুক্তধারা পেজ, বাংলা গল্পেরই একটা আস্ত ব্লগ — না কোনদিনই ভাবিনি এগুলো। ছোট থেকেই দুটো শখ ছিল প্রবলভাবে, গল্প পড়া ও লেখা আর একটা হলো অভিনয়। রাজাবাজার সায়েন্স কলেজে স্ক্রিপ্ট তৈরী থেকে স্টেজে নাটক নামানো, ভীষণ এনজয় করেছিলাম কাজটা। ছোট বেলায় নিজের শখে লিখতাম, তেমন গুরুগম্ভীর, সিরিয়াসলি কিছু না। সিরিয়াসলি তখনই নিলাম যখন দেখলাম আমার লেখা পড়ার জন্য আপনারা অপেক্ষা করেন, খানিক বিরতির পর লেখা দিলে মিস করেন সেই কটাদিন, এখনো অব্দি কোনো বই বেরিয়েছে কিনা জানতে চান। সেদিনই বুঝলাম এ ভালোবাসাকে এড়াতে পারবো না আমি। 

আমার কর্মব্যস্ততার দরুন খুব বেশী লেখা আনতে পারি না আপনাদের কাছে। কিন্তু চেষ্টা করে যাচ্ছি আগাগোড়াই গল্পের এই জগৎটা, এই মুক্তধারাকে আরও কত সুন্দরভাবে আপনাদের কাছে নিয়ে আসা যায়। যে ভালোবাসা আপনারা দিয়েছেন তাতে আমি অভিভূত, আপ্লুত। 

আশা রাখি, ভবিষ্যতেও আপনাদের এই ভালবাসা পাবো, আবদার গুলো আপনারা রাখবেন। 

প্রেমের গল্পই হোক বা উপন্যাস, সামাজিক নানা টানা পড়েন কিংবা অন্যধারার গল্প, অনুগল্প বা কবিতা, এইসব নিয়েই সাজানো এই মুক্তধারা। 

পড়ুন, পড়ান, সঙ্গে থাকুন। 

সঙ্গে থাকুন

মুক্তধারা সম্পর্কে আপনার যেকোনো মতামত বা আপনি যদি মুক্তধারার সাথে কোন কথা শেয়ার করতে চান তবে এখানে আমাকে জানাতে পারেন:

Email: muktodharaa.com@gmail.com